কি ভাবে লেখা পোস্ট করবেন – এই বিষয়ে জানার জন্য অডিওটি একবার শুনে দেখতে পারেন ।
অডিও
কেবলমাত্র সাহিত্য বিষয় কেন্দ্রিক লেখাই পোস্ট করা যায় । রাজনীতি বিষয়ক লেখা / সমস্ত ধর্ম বিষয়ক বা আদালতের রায় / থানার মামলা / কারুর বিপক্ষে / ব্যক্তিগত আক্রমণ / যে কোনো দেশের সর্ম্পকে (রাষ্ট্রবিরোধী) / কোনো সংস্থা / নেতা / মন্ত্রী / সরকার এর পক্ষে বা বিপক্ষে – এই ধরণের কোনো লেখা পোস্ট করা যাবে না ।
Comment box এ কারণ উল্লেখ করুন কেন আপনি পোস্ট submit করতে পারছেন না ।
শুধু কি ছবির জন্য ? 500 Pixels এর চেয়ে বেশী Pixels এর ছবি আপলোড করতে হবে ।
Submit Post এর ঘরে ক্লিক করার সাথে সাথে আপনার লেখা পোস্ট হয়ে যাবে । পোস্ট অথবা Home বিভাগে দেখে নিন ঠিক মত লেখা প্রকাশিত হয়েছে কিনা । একই লেখা বার বার পোস্ট করবেন না । লেখা পোস্ট করার পর যদি আপনার মনে হয় কোথাও একটু ভুল হয়েছে – সেক্ষেত্রে নীচে Comment বক্সে জানান কোথায় পরিবর্তন করতে চান অথবা কি ভুল হয়েছে ।
কপিরাইট মুক্ত ছবি ব্যবহার করুন । ইন্টারনেট থেকে সংগ্রহ করা ছবি ব্যবহার করার আগে পরীক্ষা করে নেবেন ছবির কপিরাইট (স্বত্ব) আছে কিনা ।
*নিজের ছবি ব্যবহার করুন ।
Post Content : এই Column (কলামে) এ সম্পূর্ণ লেখা পোস্ট করুন
Post Tags : – এই Column (কলামে) নিজের লেখার বিশেষ অংশ টাইপ করুন অথবা কপি করে পোস্ট করুন ।
Post Category : – কবিতা, গল্প, অণুগল্প, উপন্যাস, ধারাবাহিক , প্রবন্ধ , নিবন্ধ, স্মৃতিকথা, চিঠি, বড়ো গল্প,ফিচার , নাটক যে কোনো একটি Category উল্লেখ করুন ।